• ঢাকা
  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

স্কুলে যেতে লজ্জা পাচ্ছে ইমরান হাশমির ছেলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৩:৫৯ পিএম
স্কুলে যেতে লজ্জা পাচ্ছে ইমরান হাশমির ছেলে

বলিউডে ‘কিসিং কিং’ হিসেবে পরিচিত অভিনেতা ইমরান হাশমি দীর্ঘদিন পর ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও চরিত্রে ফিরেই আবার আলোচনায়। তবে এই জনপ্রিয়তা এবার তার ছেলের জন্য হয়ে দাঁড়িয়েছে ঝামেলার কারণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানান, তার ছেলে আয়ান হাশমি বাবার এই নতুন উপস্থিতি নিয়ে একেবারেই স্বস্তিতে নেই। স্কুলে সহপাঠীদের ঠাট্টা-তামাশায় বিব্রত হয়ে আয়ান এখন স্কুলে যেতে চায় না।

অভিনেতার ভাষায়, “আয়ান এখন স্কুলে গেলেই বন্ধুরা ওকে খোঁচায়। বলে, ‘তোমার বাবা তো ইনটিমেসি কোচ! তুমি কবে ক্লাস নেবে?’ ও খুব সিরিয়াসভাবে বলেছে, ‘তুমি আমার স্কুল লাইফ শেষ করে দিয়েছো!’”

ইমরান অবশ্য পুরো বিষয়টি মজা করেই নিয়েছেন। তার দাবি, ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর একটি দৃশ্য থেকেই এমন হাস্যরসের জন্ম। সেই দৃশ্যে অভিনেতা রাঘব জুয়াল চরিত্রগতভাবে শারীরিক ঘনিষ্ঠতা শেখার জন্য ইমরানের কাছে যান, যেখানে ইমরান নিজেকেই অভিনয় করেন।

এই দৃশ্য নিয়ে তৈরি হওয়া হইচই প্রসঙ্গে ইমরান বলেন, “ওই দৃশ্যটি আসলে বাস্তব জীবনের এক অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত। তবে মানুষ এটিকে যতটা সিরিয়াসলি নিচ্ছে, ততটা নয়।”

তবে বাবার জনপ্রিয়তা নিয়ে এমন বিব্রতকর পরিস্থিতি যে আয়ানের জীবনে নতুন এক অধ্যায় যোগ করেছে, তা নিয়ে ইমরান নিজেও কিছুটা চিন্তিত। হাসতে হাসতে বলেন, “আমার ছেলের চোখে আমি এখন সিনেমার হিরো না, পুরো বিব্রতকর একজন বাবা!”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!