ধর্মকর্মে মনোযোগী খল অভিনেতা মিশা সওদাগরকে এবার দেখা গেছে নাতি রাফসানের সঙ্গে আরবি বই সামনে রেখে সময় কাটাতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে অভিনেতা জানান, অনেকে ভাববেন তিনি নাতিকে আরবি পড়াচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে নাতিই তাঁকে কায়দা দেখাচ্ছে।
মিশা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। আমার নাতি আমাকে কায়দা পড়াচ্ছে। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।’
ছবিটি নেটিজেনদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে লিখেছেন, ‘এটাই আসল শিক্ষা’, ‘মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।’
গত মাসে অভিনেতার মৃত্যু গুজব ছড়িয়ে পড়ায় অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। মিশা নিজেই সেই গুজবকে উড়িয়ে দিয়েছেন এবং সুস্থ থাকার পাশাপাশি ভক্তদের কাছে দোয়া চেয়েছেন।