অবশেষে সুখবর এল রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার ঘরে—তাদের জীবনে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। এই তারকা দম্পতির নতুন অতিথির আগমনে বলিউড থেকে শুরু করে রাজনৈতিক মহল পর্যন্ত শুভেচ্ছার জোয়ার বইছে। মাত্র এক বছরের দাম্পত্যজীবনের পরই মা-বাবা হয়ে ওঠায় রাঘব-পরিণীতির ভক্তরাও ভরে উঠেছেন আনন্দে।
কিন্তু সবার নজর ছিল আরেকজনের দিকে—পরিণীতির খালা, বিশ্ববিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিক্রিয়া নিয়ে। দীর্ঘদিন ধরেই দু’জনের সম্পর্কে দূরত্বের গুঞ্জন শোনা যাচ্ছিল। পরিণীতির বিয়েতে প্রিয়াঙ্কার অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। তবে ভাগ্নের জন্ম যেন এক মুহূর্তেই গলিয়ে দিল সমস্ত মান-অভিমান।
মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রিয়াঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যমে বোন ও ভগ্নিপতিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “তোমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হলো—অগাধ ভালোবাসা রইল।” পোস্টে তিনি শুধু পরিণীতি ও রাঘবকেই নয়, পরিণীতির বাবা-মা রিনা ও পবন চোপড়াকেও ট্যাগ করেছেন—যাঁরা এখন গর্বিত দাদু-দিদা।
‘দেশি গার্ল’-এর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে। অনুরাগীদের অনেকে লিখেছেন, “মালতী মেরি চোপড়া জোনাস এখন খেলার নতুন সঙ্গী পাবে!” আসলেই, প্রিয়াঙ্কার মেয়ে মালতীকে সম্প্রতি দেখা গেছে হলুদ রঙের শারারা পরে আতসবাজি হাতে দীপাবলির আনন্দে মেতে থাকতে।
অন্যদিকে, বলিউডের তারকা মহলেও শুভেচ্ছার বন্যা। অনন্যা পাণ্ডে, কৃতী স্যানন, মণীশ মালহোত্রা সহ একাধিক তারকা নবীন বাবা-মাকে শুভকামনায় ভরিয়ে দিয়েছেন।
নতুন জীবনের সূচনায় রাঘব-পরিণীতি তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু—শুধু তাদের সন্তান নয়, খালা-ভাগ্নির সম্পর্কের নতুন উষ্ণতার কারণেও।