• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ৩০ রবিউস সানি ১৪৪৭

পরীমণিকে চমকে দিয়েছেন ঘনিষ্ঠ মেকআপ আর্টিস্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ০৪:০০ পিএম
পরীমণিকে চমকে দিয়েছেন ঘনিষ্ঠ মেকআপ আর্টিস্ট

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি প্রতি বছরই নিজের জন্মদিন উদযাপন করেন ধুমধাম করে। তবে এবার একটু ভিন্নভাবে শুরু হলো তার জন্মদিনের উৎসব—দেশের বাইরে থাকলেও আগেভাগেই জমে উঠেছে উদযাপন। আর এই আগাম উৎসবের আয়োজনে পরীমণিকে চমকে দিয়েছেন তার ঘনিষ্ঠ মেকআপ আর্টিস্ট অর্ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে পরীমণি শেয়ার করেছেন সেই মুহূর্তের অভিজ্ঞতা ও অর্কের প্রতি তার মমতার গল্প। সেখানে তিনি লেখেন,

“২৪ অক্টোবর আমার জন্মদিন। কিন্তু গতকাল রাতেই অর্ক সেলিব্রেট করে ফেললো, কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।”

অভিনেত্রীর ভাষায়, অর্কের সঙ্গে তার পরিচয় কাজের সূত্রে। তিনি জানান, “ও একজন মেকআপ আর্টিস্ট, ঢাকায় একাই থাকে। আমি যেই এলাকায় এখন থাকি, ওর বাসাও কাছাকাছি। ও খুব ভালো রান্না করে। মাঝে মাঝেই আমাদের মধ্যে খাবারদাবার আদানপ্রদান হয়।”

পরীমণি অর্ককে নিজের ছোট ভাইয়ের মতো মনে করেন। লিখেছেন, “দিন দিন ও খুব আহ্লাদি হয়ে যায় আমার কাছে, ভাইয়ের মতোই। ওর ছোট ছোট আবদার থাকে আমার কাছে সারাবছর। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় যেতে হলো। গিয়ে দেখি—এই সারপ্রাইজ আয়োজন!”

অভিনেত্রী আরও লিখেছেন, “আমি এতটাই খুশি হয়ে গেছি রে অর্ক! আমি চাই সারাজীবন তোদের মতো প্রিয় মানুষদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে। থ্যাংক ইউ ভাই, এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক, প্রথম উদযাপন।”

পরীমণির এই আবেগঘন পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে, আর অর্কের এমন আন্তরিক উদ্যোগে মুগ্ধ হচ্ছেন অনেকে। জন্মদিনে দেশের বাইরে থাকলেও পরীমণির জীবনযাত্রা ও সম্পর্কের উষ্ণতা যেন আগের মতোই আলো ছড়াচ্ছে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!