• ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২, ২৯ রবিউস সানি ১৪৪৭

‘তখন ইন্ডাস্ট্রিতে অসামাজিক কার্যকলাপ চলছিল, আমি সেসবের সঙ্গে মানিয়ে নিতে পারিনি’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫, ১০:৪৮ এএম
‘তখন ইন্ডাস্ট্রিতে অসামাজিক কার্যকলাপ চলছিল, আমি সেসবের সঙ্গে মানিয়ে নিতে পারিনি’

নব্বইয়ের দশকের জনপ্রিয় রোমান্টিক নায়ক শাকিল খান হঠাৎ করে চলচ্চিত্র থেকে সরে দাঁড়ান। তখন কেউ জানত না, কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন বহু বছর পর।

২৪তম সিজেএফবি (চিটাগাং জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ) অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিশেষ সম্মাননা গ্রহণ করতে এসে শাকিল খান জানালেন, অপসংস্কৃতির সঙ্গে আপস না করতেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন।

“আমার পরিবার সংস্কৃতিমনা, তবে কোনো রকম ভালগার বা অপসংস্কৃতি তারা মেনে নিতে পারে না। তখন ইন্ডাস্ট্রিতে কিছু অসামাজিক কার্যকলাপ চলছিল, যা আমার মানসিকতার সঙ্গে যায় না। তাই নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। একদম ব্যাক টু প্যাভিলিয়নে চলে গিয়েছিলাম,” বলেন এক সময়ের ব্যস্ততম এই নায়ক।

প্রায় এক দশকেরও কম সময় অভিনয় করলেও, শাকিল খান হয়ে ওঠেন দর্শকদের প্রিয় মুখ। শাবনূর, পপি, মৌসুমী, পূর্ণিমা—এই সময়ের জনপ্রিয় নায়িকাদের সঙ্গে তার জুটি ছিল বক্স অফিসে সফল। 'তোমার জন্য পাগল', 'আমার হৃদয় তুমি'সহ বহু সিনেমার গান আজও দর্শকের মনে বাজে।

বর্তমান চলচ্চিত্র শিল্প সম্পর্কে আশাবাদী এই অভিনেতা বলেন, “এখন অনেক সুন্দর ছবি হচ্ছে। গল্পে, নির্মাণে পরিবর্তন এসেছে। দর্শককে আরও এগিয়ে আসতে হবে। তাহলেই সিনেমার সুদিন ফিরবে।”

তবে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়া নিয়ে শঙ্কাও প্রকাশ করেন তিনি। বলেন, “যেই সরকারই আসুক, এই বিষয়ে নজর দেওয়া জরুরি। অনেক হল এখন মার্কেট কিংবা কমিউনিটি সেন্টারে রূপ নিয়েছে। অনুরোধ করব, অন্তত ছোট আকারে হলেও একটা থিয়েটার রাখুন, যাতে গ্রামগঞ্জের মানুষও বড় পর্দায় সিনেমা উপভোগ করতে পারে।”

শাকিল খানের এই প্রত্যাবর্তন শুধু নস্টালজিয়া নয়, বরং বর্তমান চলচ্চিত্র শিল্পে একটি গুরুত্বপূর্ণ বার্তাও—গুণগত সিনেমা এবং সুস্থ সংস্কৃতির বিকাশই পারে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!