ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠে যাত্রীরা মুহূর্তেই চমকে যান। কারণ, তাদের সঙ্গেই ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলাম।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন ডা. এজাজুল ইসলাম। কিন্তু তখন বাসে কোনো সিট খালি ছিল না। কোনো দ্বিধা না করে তিনি চালকের পাশের ছোট বসার জায়গায় চুপচাপ বসে পড়েন।
বাসের এক যাত্রী উঠে সিট দিতে চাইলে তিনি হাসিমুখে তা ফিরিয়ে দেন। এমনকি অন্য যাত্রীরাও শ্রদ্ধা জানিয়ে সিট ছাড়তে চাইলে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন তিনি। পরে পাশের সিট খালি হলেও নিজে বসার পরিবর্তে অন্য এক যাত্রীকে বসতে বলেন।
বাসের একজন যাত্রী তার অভিজ্ঞতা ফেসবুকে শেয়ার করে লেখেন, “আগে উনার সম্পর্কে অনেক ভালো কথা শুনেছি, আজ চোখে দেখলাম উনার সরলতা। এত বড় ডাক্তার ও অভিনেতা হয়েও উনি কতটা সাধারণভাবে চলাফেরা করেন—দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।”
তিনি আরও লেখেন, “বর্তমানে যেখানে ডাক্তারের সঙ্গে কথা বলাও অনেক সময় কঠিন, সেখানে উনি কোনো অহংকার ছাড়াই সাধারণ মানুষের মতো বাসে যাতায়াত করছেন। সত্যিই উনি গরিবের ডাক্তার।”
পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অসংখ্য নেটিজেন ডা. এজাজুল ইসলামের প্রশংসায় ভরিয়ে দেন মন্তব্য বিভাগ। কেউ লিখেছেন, “এটাই প্রকৃত তারকার পরিচয়,” আরেকজন মন্তব্য করেন, “এমন মানুষরাই সমাজে আলোর পথ দেখান।”
অভিনয় ও চিকিৎসা—দুই ক্ষেত্রেই সমানভাবে সম্মান অর্জন করা ডা. এজাজুল ইসলামের এই সরলতা আবারও প্রমাণ করল, জনপ্রিয়তা নয়, মানুষ বড় হয় বিনয়ে।