• ঢাকা
  • মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২,

রাকসুতে ভিপি-এজিএস শিবিরের জাহিদ- সালমান, জিএস আম্মার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৯:০১ এএম
রাকসুতে ভিপি-এজিএস শিবিরের জাহিদ- সালমান, জিএস আম্মার
ছবি : সংগৃহীত

৩৫ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে শিবিরের প্রার্থী এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে সব কেন্দ্রের ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে বিজয়ী হন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আম্মার।

অন্যদিকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত সালমান সাব্বির বিজয়ী হয়েছেন।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!