বলিউডের জনপ্রিয় অভিনেত্রী-নৃত্যশিল্পী মধুমতী মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে তার। বয়স হয়েছিল ৮৭ বছর।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মধুমতী। অবশেষে বুধবার চিরতরে চলে গেলেন তিনি। এদিন বিকেলেই বুওশিওয়ারা শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন মধুমতী। ছোটবেলা থেকেই নাচে আগ্রহ ছিল তার। শিখেছেন ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরির মতো নৃত্য। সিনেমায়ও অভিষেক হয় নৃত্যশিল্পী হিসেবে। ১৯৫৭ সালে এক মারাঠি ছবির মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।
সিনেমায় নাম লিখিয়ে হুটোক্সি রিপোর্টার থেকে মধুমতী হন তিনি। অভিনয় করেছেন ধর্মেন্দ্র থেকে দিলীপ কুমার ও জিতেন্দ্রর সঙ্গে। তাকে জনপ্রিয়তা এনে দেয় ‘আঁখে’, ‘টাওয়ার হাউজ’, ‘শিকারি’, ‘মুঝে জিনে দো’ ছবিগুলো।
মধুমতীর মৃত্যুতে বলিউডের অনেকে শোকাহত। সামাজিকমাধ্যমে বিন্দু দারা সিং লিখেছেন, ‘শিক্ষিকা ও পথপ্রদর্শক মধুমতীজির আত্মার শান্তি কামনা করি। সবার ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে তিনি এক সুন্দর জীবনযাপন করেছেন। আমরা অনেকেই তার থেকে নাচ শিখেছি।’ অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে, জসবিন্দ্র নরুলাও শোকপ্রকাশ করেছেন।