• ঢাকা
  • শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২, ১৯ রবিউস সানি ১৪৪৭

বিতর্কের মুখে পাকিস্তান থেকে সমর্থন পেলেন দীপিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫, ০৮:৫০ এএম
বিতর্কের মুখে পাকিস্তান থেকে সমর্থন পেলেন দীপিকা

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর তিনি দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত রাখায় একের পর এক প্রজেক্ট থেকে বাদ পড়ছেন বলে জানা গেছে। এ নিয়েই যখন সমালোচনা তুঙ্গে, তখন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ তার পক্ষে কথা বলেছেন।

বলিউডের একটি সূত্র জানিয়েছে, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিক্যুয়েলে দীপিকার জায়গায় আলিয়া ভাটকে নেওয়ার বিষয়ে প্রযোজনা সংস্থা আলোচনা করছে। তবে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযোজকদের মতে, ছবির কাজে পূর্ণ দায়বদ্ধতা প্রয়োজন; যা দীপিকার সময়সীমা সংক্রান্ত শর্তের কারণে সম্ভব হচ্ছিল না।

বিতর্কের মুখে বৃহস্পতিবার রাতে দীপিকা জানান, তিনি নিজের সিদ্ধান্তে অনড়। অভিনেত্রীর কথায়, ‘বলিউডে অনেক পুরুষ তারকা আছেন, যারা আট ঘণ্টা কাজ করেন বা সাপ্তাহিক ছুটিতে কাজ করেন না, তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু একজন নারী সেই দাবি করলে কেন আপত্তি?’

দীপিকার এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী ইকরা আজিজ। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘একজন মা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য আনতে চাইছেন, এটা সমালোচনা নয়; সমর্থনের বিষয়। তিনি তো নিজের দায়িত্ব ঠিকই পালন করছেন, তাই সহকর্মীদেরও তার পাশে থাকা উচিত।’

Link copied!