• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২, ৯ রবিউস সানি ১৪৪৭

ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও কেন গালি খাব, আমি কি অন্যায় করছি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ১২:২৪ পিএম
ছোট ভাইয়ের সঙ্গে ছবি পোস্ট করেও কেন গালি খাব, আমি কি অন্যায় করছি?

অভিনেত্রী কেয়া পায়েল সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে ছোট ভাইয়ের সঙ্গে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন—যা স্মৃতিময় ছিল তাঁর কাছে, কিন্তু ট্রলের শিকার করে তুলেছে তাঁকে। ফেসবুকে পোস্ট করা সেই ছবিগুলোর নিচে নেমে আসে নেতিবাচক মন্তব্যের বন্যা। কেউ কেউ এমনকি ভাই-বোনের সম্পর্ক নিয়েও আপত্তিকর কথা বলতে ছাড়েননি।

কেয়া পায়েল স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওই ছবিগুলো শেয়ার করেছিলেন নিছক পারিবারিক ভালোবাসা থেকে। আমরা তিন ভাইবোন—আমি সবার বড়। ছোট ভাই দ্বীপ কলেজে পড়ে, আর ছোট বোনের বয়স মাত্র ছয় বছর। ওদের নিয়েই আমার পৃথিবী। ভাইয়ের জন্মদিনে তাকে চুমু দিয়ে শুভকামনা জানিয়েছি। ওটাই নাকি এখন সমস্যা!

অভিনেত্রী বলেন, ভাই-বোনদের বেড়ে ওঠা চোখের সামনে দেখতে পারা বড় সৌভাগ্যের। জন্মদিনে আদরের ভাইকে একটি চুমু দিয়েছি, তাতে যদি কেউ বিকৃত চিন্তা করে, তাহলে সমস্যা তো আমার না, তাদের। তারা কীভাবে এতটা নিচু রুচির হতে পারে ভাবতেই অবাক হই।

তিনি আরও বলেন, আমি নিজেই স্পষ্টভাবে লিখে দিয়েছি, সে আমার আপন ভাই। তারপরও এত বাজে মন্তব্য! কিছু মানুষ শুধু বাজে কিছু বলার সুযোগ খোঁজে। কিন্তু কেউ ভাবেন না, এতে একটা মানুষ বা পরিবার কতটা মানসিকভাবে আঘাত পায়।

কেয়া পায়েলের এই পোস্টে অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন, আবার অনেকেই নীরব থেকেছেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে আবারও প্রশ্ন উঠেছে—নির্বিচারে মন্তব্য করার এই প্রবণতা আদৌ কতটা গ্রহণযোগ্য?

Link copied!