• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২, ৯ রবিউস সানি ১৪৪৭

জোভান ভাইয়া ও আমার জুটি অনেকে পছন্দ করে: নাজনীন নীহা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২৫, ০৪:৪৬ পিএম
জোভান ভাইয়া ও আমার জুটি অনেকে পছন্দ করে: নাজনীন নীহা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা সম্প্রতি নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নাটক ‘সহযাত্রী’-তে অভিনয় করে দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাতকারে নীহা বলেন, বিবাহিত জীবনে ছোটখাটো সমস্যা স্বাভাবিক, কিন্তু অনেক সময় সেগুলো বড় আকার ধারণ করে বিচ্ছেদের মতো সিদ্ধান্তে পৌঁছায়। তিনি বলেন, আমরা নাটকের মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছি— ডিভোর্স কোনো সমাধান নয়। চাইলে সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করা যায়। দর্শকরা নাটকটিকে ইতিবাচকভাবে নিয়েছেন, এবং অনেকে নিজেদের জীবনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন।

তিনি আরও জানান, জোভান ভাইয়া ও আমার জুটিটাও অনেকে পছন্দ করে।

বর্তমান সময়ে ভিউ নিয়ে প্রতিযোগিতা থাকলেও নীহার মতে, গুণগত মানই মূল বিষয়। ভিউ দরকার, তবে কোয়ালিটি থাকলে ভিউ তো আসবেই। আমি চাই, কাজের মান যেন সবসময় সবার কাছে আলাদা করে ধরা দেয়।

ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে নীহা বলেন, আপাতত তিনি নাটক নিয়েই ভাবছেন। “সিনেমায় কখনো কাজ করব না— এমন নয়। তবে এখন নাটককে ঘিরেই আমার ভালোবাসা। নাটকে মন দিয়ে কাজ করতে চাই।”

চলমান কাজ প্রসঙ্গে নীহা জানান, তিনি সম্প্রতি একটি নাটকের শুটিং করেছেন, যার ৯ দিনের কাজ শেষ হয়েছে। আরও কয়েকদিন শুটিং বাকি থাকলেও নাটকের বিস্তারিত জানাতে রাজি নন। তার ভাষায়, পরিচালকের নির্দেশেই এ বিষয়ে এখন কিছু বলা যাবে না।

তবে কাজের চাপ নিয়ে তিনি বলেন, মাসে গড়ে তিন থেকে চারটির বেশি নাটকে অভিনয় করেন না। কোনো কোনো মাসে আবার একটি কাজও করেন মাত্র।

Link copied!