• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

চমক দেখালেন মেহজাবীন চৌধুরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:১২ পিএম
চমক দেখালেন মেহজাবীন চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী এবার বড় পর্দায় হাজির হচ্ছেন তার প্রথম চলচ্চিত্র ‘সাবা’ নিয়ে। মাকসুদ হোসেন পরিচালিত ছবিটি মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান, ইন্দোনেশিয়া এবং সৌদি আরবের রেড সি উৎসব—সব জায়গাতেই প্রশংসিত হয়েছে ছবিটি।

দেশে ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ অক্টোবর। মুক্তির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা দেড় মিনিটের ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করেছে।

ট্রেলার শেয়ার করে মেহজাবীন লিখেছেন, ‘সাবা’ মা ও সন্তানের আবেগের গল্প। ছবিটি দেখুন, প্রতিটি মুহূর্ত অনুভব করুন, আর ভুলবেন না—মাকে সঙ্গে নিয়ে হলে আসবেন।

গল্পে দেখা যায়, বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই করে সাবা। মায়ের প্রতি সন্তানের ভালোবাসা ও ত্যাগের আবেগময় বাস্তবতা ফুটে উঠেছে সিনেমাটিতে।

Link copied!