• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

গান ও অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী হচ্ছেন তাহসান?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:৪১ পিএম
গান ও অভিনয় ছেড়ে ধর্মে মনোযোগী হচ্ছেন তাহসান?

দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান তার ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে দর্শকদের চমকে দিয়েছেন।

মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে তিনি জানান, ‘এটাই আমার শেষ কনসার্ট!’—এমন ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা।

কনসার্টে তিনি সোজাসুজি বলে দিয়েছেন, ‘স্টেজে আর কখনো গাইবেন না’।

এই ঘোষণার পর থেকে প্রশ্ন উঠেছে, গান ও অভিনয় ছাড়ার পর তিনি কি ধর্মের প্রতি মনোযোগী হচ্ছেন?

তাহসান তার বক্তব্যে জানান, ‘মেয়ে বড় হচ্ছে, বয়স বাড়ছে—এখন দাড়ি রেখে স্টেজে গাওয়ার ইচ্ছা হচ্ছে না।’

এই ব্যক্তিগত সিদ্ধান্তের পর ভক্তরা বেশ হতাশ হয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় তাকে গান ছাড়ার বিরুদ্ধে অনুরোধও জানিয়েছেন। তবে তাহসান এই সিদ্ধান্তকে একেবারে চূড়ান্ত বলে মনে করেন।

গত ২৫ বছর ধরে গানের জগতে রাজত্ব করা তাহসান গত কয়েক বছর ধরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এবং এখন গান থেকেও বিরতি নিচ্ছেন। কনসার্টে তিনি আরও বলেন, ‘এ রাতটি হয়তো আপনাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সম্ভবত মেলবোর্নে এটা আমার শেষ কনসার্ট, তাই এই শহরকে আমি মিস করব।’

এছাড়া, তিনি তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও ডিএক্টিভেট করেছেন, ফলে ভক্তরা তাকে আর আগের মতো ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখতে পাবেন না। এই সিদ্ধান্তকে অনেকেই তাহসানের ধর্মের প্রতি মনোযোগী হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে, সঠিক কারণ সম্পর্কে তাহসান নিজে কিছু স্পষ্ট বলেননি।

তাহসানের এই ঘোষণা ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু মানুষ তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন, আবার কিছু মানুষ ভীষণভাবে হতাশ হয়েছেন। একদল ভক্ত তার ধর্মীয় দিক নিয়ে আরও জল্পনা শুরু করেছেন, মনে করছেন, হয়তো তিনি নিজের আত্মিক উন্নতির জন্য নতুন পথ বেছে নিতে চলেছেন।

তবে, এখন পর্যন্ত তাহসান এই বিষয়ে আরও কিছু বলছেন না, এবং ভবিষ্যতে তিনি কী করবেন তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই ভক্তরা অপেক্ষা করছেন, যেন তাহসান তার সিদ্ধান্তের আরো বিস্তারিত ব্যাখ্যা দেন।

গানের আগে অভিনয় থেকেও সরে দাঁড়িয়েছেন তাহসান। গত বছর তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কখনও কখনও নিজেকেই বিরতি নিতে হয়। যখন মনে হয় কাজ একঘেয়ে হয়ে যাচ্ছে, তখন নিজেকে থামিয়ে দেওয়া উচিত।’

এরপর আর অভিনয়ে পাওয়া যায়নি তাহসানকে। তবে নতুন করে চমকে দেন বিয়ে করে।

তাহসান খান সংগীত জীবনের শুরু করেছিলেন ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর মাধ্যমে। এরপর একক ক্যারিয়ার গড়ে তোলার পাশাপাশি তিনি কাজ করেছেন ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করে আসছিলেন।

Link copied!