• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

তাহসানের দাড়ি কি ইসলামি দাড়ি? তসলিমা নাসরিনের প্রশ্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৪:০৪ পিএম
তাহসানের দাড়ি কি ইসলামি দাড়ি? তসলিমা নাসরিনের প্রশ্ন

দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান হঠাৎ করেই জানালেন সংগীতজীবন গুটিয়ে নেওয়ার ইঙ্গিত। অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে দর্শকদের চমকে দিয়ে বলেন, "এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।"

এই ঘোষণা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওটি ভাইরাল হয়ে গেলে, অনেক ভক্ত আবেগে বিদ্ধ হন, কেউ কেউ অনুরোধ জানান তাহসানকে গান না ছাড়ার জন্য। তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। প্রতিক্রিয়া জানিয়েছেন বিতর্কিত ও প্রবাসী লেখিকা তসলিমা নাসরিন।

ভারত থেকে ফেসবুক পোস্টে তসলিমা বিস্ময় প্রকাশ করে লেখেন, “দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে বুঝি গান গাওয়া নিষেধ? লাফালাফি করতে না চাইলে না করেও তো গান গাওয়া যায়।”

তিনি প্রশ্ন ছুড়ে দেন, তাহসানের এই সিদ্ধান্ত কি কেবল ব্যক্তিগত, নাকি এর পেছনে রয়েছে কোনো আদর্শিক অবস্থান? আরও বলেন, “তাহসানের দাড়ি কি ইসলামি দাড়ি? ইসলামি দাড়ি হলে না হয় বুঝতাম ইসলাম ব্যবসায়ীদের ফতোয়া মেনে গান ছেড়ে দিচ্ছেন তিনি।”

তসলিমা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে যখন গান-বাজনা বন্ধ করার জন্য জিহাদি জঙ্গিরা উঠে পড়ে লেগেছে, তখন তাহসান কি সেই চাপে গান ছাড়লেন? তিনি কি মনে করেন, যাদের দাড়ি আছে, যাদের মেয়ে বড় হয়, তাদের আর গান গাওয়া উচিত নয়?”

তার মন্তব্যের সবচেয়ে কড়া অংশে তিনি বলেন, “তাহলে তিনি তো জিহাদিদের মতোই কথা বললেন, যারা বাউল উৎসব, লালন মেলা বন্ধ করে, মাজার পুড়িয়ে দেয়। তাহসানের প্রতিবাদ তো কোথাও দেখিনি।”

এখনো পর্যন্ত তাহসান খান তসলিমা নাসরিনের এই মন্তব্যের কোনো জবাব দেননি। তবে তার এই সিদ্ধান্ত এবং সেটি ঘিরে বিতর্ক যে সংগীতাঙ্গনে বড়সড় আলোচনা তৈরি করেছে, তা নিঃসন্দেহে বলা যায়।

Link copied!