• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হচ্ছে : কেয়া পায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:৫৮ পিএম
ধীরে ধীরে স্বপ্নগুলো পূরণ হচ্ছে : কেয়া পায়েল
কেয়া পায়েল

ব্যস্ততম সময় পার করছেন দেশের জনপ্রিয় টিভি নাটক অভিনেত্রী কেয়া পায়েল। তার কাজের অভাবনীয় পরিমাণে বাড়তে থাকায়, নতুন নতুন অভিজ্ঞতার দিকে ছুটে চলেছেন তিনি।

সম্প্রতি নেপালে একটি নতুন নাটকের শুটিং শেষ করেছেন, যা এখনও নামকরণ করা হয়নি। এই নাটকটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এ নিয়ে কেয়া পায়েল জানান, ‘নেপালে শুটিং করা একদম ভিন্ন অভিজ্ঞতা ছিল। প্রথমত, লোকেশনটা ছিল অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। তারপর গল্পটা আর পরিচালকও একদম আলাদা ধরনের। শুটিংয়ে পুরোপুরি মনোযোগী ছিলাম এবং কাজটি উপভোগ করেছি। আশা করি, দর্শকদেরও কাজটি ভালো লাগবে।’

এমন অভিজ্ঞতা এর আগেও পেয়েছিলেন পায়েল, যেহেতু নেপালে আরও কিছু নাটকের শুটিং করেছেন। তবে এবারের শুটিং তার কাছে ছিল আরও বেশি বিশেষ। বর্তমানে তিনি তার কাজের মধ্যে একেবারে ডুবে আছেন। একাধিক নাটকের শুটিং করছেন এবং সেগুলোর গল্পগুলোও রয়েছে একদম ভিন্নধর্মী।

অভিনয় সম্পর্কে তিনি বলেন, ‘বেশ কিছু নতুন ধরনের কাজ করছি, যেখানে ভিন্ন চরিত্রে অভিনয় করতে হচ্ছে। আমি চাই, আমার চরিত্রগুলো যেন দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসে। গল্পও যদি অন্যরকম হয়, তাহলে সেই কাজ করতে মজা লাগে। অভিনয়েই আমি সবচেয়ে বেশি আগ্রহী। এটা আমার জীবনের মূল লক্ষ্য।’

পায়েল আরও বলেন, ‘এখন আমি যে কাজগুলো করছি, সেগুলো দেখে দর্শকদের ভালো লাগছে, এটা আমার জন্য বড় প্রাপ্তি। দর্শকরা আমাকে ভালোবাসেন, এবং যে কাজগুলোর প্রশংসা শুনি, তা আমার জন্য বড় অনুপ্রেরণা।’

এখন অভিনয়ের দিকে পুরোপুরি মনোযোগী কেয়া পায়েল জানালেন, আগামী দিনগুলোতে আরও অনেক নতুন চরিত্র এবং চ্যালেঞ্জ নিয়ে তিনি দর্শকদের সামনে হাজির হতে চান।

Link copied!