• ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২,
  • ২৮ রবিউল আউয়াল ১৪৪৭
হানিয়ার আগমনে হতাশ বারিশা হক

আমি পাকিস্তানের নাটক দেখি না, ইনভাইটেশনও পাই নাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১৭ এএম
আমি পাকিস্তানের নাটক দেখি না, ইনভাইটেশনও পাই নাই

প্রথমবারের মতো ঢাকায় এসে আলোচনার ঝড় তুলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। নাগা মরিচ দিয়ে ফুচকা খাওয়া থেকে শুরু করে ঢাকার ব্যস্ত রাস্তা ঘোরা— প্রতিটি মুহূর্তেই তিনি ছিলেন আলোচনায়। শনিবার এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে হয়ে ওঠেন সবার নজরের কেন্দ্রবিন্দু। ভক্তদের ভালোবাসা আর উচ্ছ্বাসে সিক্ত হন তিনি।

হানিয়ার বাংলাদেশ সফর নিয়ে টানা প্রতিবেদন করছে পাপারাজ্জিরা। এমন আবহেই নিজের হতাশার কথা জানালেন দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী বারিশা হক।

রোববার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বারিশা লিখেছেন, “আমি পাকিস্তানের নাটক দেখি না, অভিনেত্রীদের চিনি না। ইনভাইটেশনও পাইনি। ভালো লাগল এত সম্মান ও ভালোবাসা পাকিস্তানি শিল্পী পেয়েছে। কিন্তু আমাদের দেশের শিল্পীরা দর্শকদের কাছে কতটা অবহেলিত।”

বারিশা হক একাধারে উপস্থাপিকা, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে বিটিভিতে কুইজ শো ও বিতর্কের মাধ্যমে তার মিডিয়ায় পথচলা শুরু। বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যে দীক্ষা নেওয়া বারিশা পরবর্তীতে অভিনয় ও মডেলিংয়েও জনপ্রিয়তা পান। বর্তমানে অভিনয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশনে বেশি সময় দিচ্ছেন তিনি।

Link copied!