• ঢাকা
  • বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী আলিজাহ শাহ, বললেন মিডিয়া জগতের অভিজ্ঞতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৪:৩৩ পিএম
অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী আলিজাহ শাহ, বললেন মিডিয়া জগতের অভিজ্ঞতা

পাকিস্তানি অভিনেত্রী আলিজাহ শাহ শোবিজ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানিয়েছেন, বিনোদন জগতে তিনি যে হেনস্তা, হয়রানি, বকেয়া বেতন এবং অমানবিক আচরণের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে মুখ খোলা কোনো পাবলিসিটি বা কাজের জন্য ছিল না। বরং এই জগত তার মনে গভীর ক্ষত তৈরি করেছে, যার কারণে তিনি আর কখনো এখানে ফিরবেন না।

আলিজাহ লিখেছেন, ‘যারা ভাবেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারে থাকার জন্য এসব বলেছি, তাদের ভাবনা আমাকে চূড়ান্তভাবে বিরক্ত করে। এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) নিয়ে বেঁচে আছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে আমি নিজেকেই ঘৃণা করতে শুরু করি। মুখ খোলা আমার মনোযোগ আকর্ষণের জন্য ছিল না; অন্ধকার থেকে নিজেকে মুক্ত করার এটাই একমাত্র পথ ছিল।’

‘আমি আপনাদের কোনো প্রজেক্ট, প্রস্তাব বা ভুয়া সহানুভূতি চাই না। আমি প্রতিদিন দোয়া করি যেন এই অবমাননাকর জগতে আমি কখনো না আসতাম, যেখানে দিনের ১২ ঘণ্টা আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগত আমার সঙ্গে যা করেছে তা আমি ভুলতে পারি না।’

তার কথায়, ‘এমন অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কাঁদি, এমন অনেক দিন আছে যখন স্মৃতিগুলো আমাকে এতটাই অসুস্থ করে তোলে যে বমি করতে করতে আমার পেট খালি হয়ে যায়। এই কষ্ট সত্যিকারের, এটি আমার শরীরে, আমার হৃদয়ে রয়ে গেছে এবং আমি শুধু একা থাকতে চাই।’

প্রসঙ্গত, এর আগে জুলাই মাসে আলিজাহ শাহ ইন্ডাস্ট্রির অন্ধকার দিকগুলো নিয়ে মুখ খুলেছিলেন, যার মধ্যে ছিল হয়রানি, বেতন আটকে রাখা এবং সেটের বিষাক্ত পরিবেশ। এমনকি তার ২০২১ সালের আলোচিত র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাটিও।
 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!