• ঢাকা
  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

সালমান খান কেন গণেশপূজা করেন, জানালেন বাবা সেলিম খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৮:২৯ এএম
সালমান খান কেন গণেশপূজা করেন, জানালেন বাবা সেলিম খান
সালমান খান

মুসলিম হয়েও বিভিন্ন পূজা-পার্বণে অংশগ্রহণ কিংবা মন্দির দর্শন করতে দেখা যায় বলিউডের একাধিক তারকাকে। এ তালিকায় রয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের নামও। নিয়মিত গণেশ পূজা করেন এ তারকা। সম্প্রতি বলিউড ভাইজানের বাড়ির গণেশপূজার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। 

অনুরাগীরা এ ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন। পাশাপাশি মুসলিম ভক্তদের তোপের মুখেও পড়তে হয় অভিনেতাকে। এবার জানা গেল সালমানের গণেশপূজার কারণ।

ভিন্ন ধর্মের হয়েও কেন গণেশপূজা করেন সালমান খান? | | বাংলাদেশ প্রতিদিন

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়বে একটি গণেশমূর্তি। ১৫ বছর ধরে এই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। বিষয়টি ব্যাখ্যা করেছেন সালমানের বাবা সেলিম খান। তিনি জানিয়েছেন, খান পরিবারে গণেশচতুর্থী পালনের আসল কারণ।

সেলিম খান হিন্দু ঘরের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন। বিয়ের পরে সুশীলার নাম হয় ‘সালমা খান’। অনেকে ধরে নেন হিন্দু ঘরে বিয়ের কারণে গণেশপূজা করে সালমান পরিবার। সেলিম জানান, তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা করেন তারা।

Salman Khan | Salman Khan‍‍`s father Salim Khan said that he does not eat  beef dgtl - Anandabazar

সেলিম খানের বাবার আমল থেকেই এই চল। ইন্দোরের একটি হিন্দু এলাকায় তারা থাকতেন। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা করে কিছুই ছিল না। সম্প্রীতির সঙ্গে সবাই থাকতেন। পরিবারগুলোর মধ্যে খাবারও দেওয়া-নেওয়া হতো। সেলিম খানের ভাষ্যে, ‘হিন্দু-মুসলিমের কোনো ব্যাপারই ছিল না। আমরা সবাই বন্ধু ছিলাম। আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি। তাই বিয়ের পরেই গণেশপূজা করছি আমি, বিষয়টা এমন নয়। ভিন্নধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারের পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। আমার স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। তার পরিবারের দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।’

Link copied!