• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিদ্যা-কার্তিককে শাকিবের ‘দরদ’দেখার আহ্বান নির্মাতার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৫:০৮ পিএম
বিদ্যা-কার্তিককে শাকিবের ‘দরদ’দেখার আহ্বান নির্মাতার
বিদ্যা বালানের সঙ্গে অনন্য মামুন ‘দরদ পোস্টার, কার্তিক আরিয়ানের সঙ্গে অনন্য মামুন । ছবি: ফেসবুক থেকে

বলিউড স্টার বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানকে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’ দেখার আহ্বান জানালেন নির্মাতা অনন্য মামুন। সেই বিষয়টি মামুন শাকিব ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। 

শুক্রবার (১ নভেম্বর) বিদ্যা বালান ও কার্তিক আরিয়ানের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে খ্মামুন ক্যাপশনে লিখেছেন, ‘কার্তিক আরিয়ান বললো, ‘ভুল ভুলাইয়া থ্রি’ দেখো। আমি বললাম, ১৫ ই নভেম্বর তুমি ‘দরদ‘ দেখো...।’

 ‘ভুল ভুলাইয়া থ্রি’ ভারতে মুক্তি পেয়েছে  ১ নভেম্বর। বিদ্যা বালান ও কার্তিক আরিয়ান ছাড়াও অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত,তৃপ্তি দিমরিসহ অনেকে।

এদিকে ‘দরদ’ সিনেমায়  শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন সোনাল চৌহান পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।  আগামী ১৫ নভেম্বর ভারত ও বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাবে।

‘দরদ’ সিনেমাটির মুল গল্প এবং চিত্রনাট্য রচনা করছেন পরিচালক অনন্য মামুন নিজেই। সংলাপ লিখেছেন প্রমতি এ ঘোষ। সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ এবং বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

Link copied!