• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

বলিউড আঙিনায় জয়া আহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:১৯ এএম
বলিউড আঙিনায় জয়া আহসান

ঢালিউডের গণ্ডি পেরিয়ে টলিউডে পাকাপোক্ত জায়গা করেছেন জয়া আহসান। তিনি এখন সেখানকার শীর্ষ নায়িকাদের একজন। নিয়মিত অভিনয় করছেন ওপারে। 

এবার টলিউড জয় করে বলিউডের আঙিনার পা বাড়ালেন জয়া। অভিনয় করতে চলেছেন হিন্দি ওয়েব সিরিজে। নকশাল আন্দোলনের গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়। সব ঠিক থাকলে এতে বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করবেন তিনি।

তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে মোট তিন ভাষায় (বাংলা, হিন্দি ও ইংরেজি) তৈরি হবে সিরিজটি। সায়ন্তন জানিয়েছেন, এখানেই চারু মজুমদার হবেন নওয়াজ আর জয়া আহসান তার স্ত্রী লীলা মজুমদার।

ভারতীয় গণমাধ্যমকে সায়ন্তন বলেন, ‘‘মুম্বাইয়ের পটভূমিকায় যদি ‘সেক্রেড গেমস’ বা উত্তর প্রদেশকে নিয়ে ‘মির্জাপুর’ সিরিজ তৈরি হতে পারে, তাহলে বাংলাই-বা পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে। সেই জায়গা থেকেই আমার এ উপন্যাস নির্বাচন।’’

দেড় বছর ধরে এই সিরিজের চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। তাকে সাহায্য করেছেন ‘অন্ধাধুন’ ছবির লেখক অরিজিৎ বিশ্বাস।

তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল। ১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে ১৯৯০ থেকে বর্তমান প্রেক্ষাপট। কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও ছবির শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। 

Link copied!