এ বছর ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে যাত্রা শুরু করেছে কোক স্টুডিও বাংলা। প্রথম গান ‘নাসেক নাসেক’ প্রকাশ পায় ২৩ ফেব্রুয়ারি। অনিমেষ রায়ের গাওয়া গানটি শ্রোতাদের দারুণ প্রশংসা পায়, জনপ্রিয়ও হয় রাতারাতি। এখন পর্যন্ত প্রথম সিজনের প্রতিটি গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। তবে এবার এই গানের দল ঘোষণা দিয়েছে, যে কেউ কোক স্টুডিওতে গান গাওয়ার সুযোগ পাবেন।
কোক স্টুডিও কর্তৃপক্ষ জানিয়েছেন, কোক স্টুডিও বাংলা সিজন ২-এর প্রস্তুতি চলছে। এবার প্রথম থেকেই আপনাদের পাশে চাই। এই জার্নির অংশ হতে চাইলে আমাদের সঙ্গে শেয়ার করুন নিজের লেখা বা কম্পোজ করা গান। অথবা আপনি যদি খুব ভালো গান গাইতে বা কোনো ইনস্ট্রুমেন্ট খুব ভালো বাজাতে পারেন, তাহলে সেটাও শেয়ার করুন।
কোক স্টুডিও বাংলা এক্সপ্লোর লিংকে আগ্রহীরা গানের কথা, গাওয়া গান বা বাজানো ইনস্ট্রুমেন্ট পাঠাতে পারবেন। কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষের সেগুলো পছন্দ হলে শিগগির তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। আগ্রহীরা এই লিংকে ক্লিক করুন।