• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

মেসিকে দেখে মঞ্চ থেকে নামছিলই না কারিনার দুই ছেলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:২২ পিএম
মেসিকে দেখে মঞ্চ থেকে নামছিলই না কারিনার দুই ছেলে

আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন কারিনা কাপুর খান। আর কারিনার এই সাক্ষাৎটা ছিল যে শুধু তার দুই ছেলে তৈমুর ও জেহের জন্য তা স্পষ্টই জানিয়েছিলেন এই বলিউড নায়িকা। 

আর তাই আগে থেকেই পুরোটা পরিকল্পনা করে কারিনা ঠিক পৌঁছে গিয়েছিলেন মেসির সঙ্গে দেখা করতে।

এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, তার দুই ছেলেই ফুটবলপ্রেমী।

টিভিতে ফুটবল খেলা হলে তৈমুর ও জেহকে টিভির সামনে থেকে সরানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তার ওপর দুজনেই নাকি মেসির দারুণ ভক্ত। 

বিশেষত তৈমুর নাকি মেসির খুব বড় ফ্যান। আর তৈমুরের আবদারেই মেসির সঙ্গে সাক্ষাতের আগে থেকেই ব্যবস্থা সেরে রেখেছিলেন করিনা।

আর সেখানেই সাইফ-করিনার ছোট ছেলে জেহ এমন কাণ্ড ঘটালেন, যা দেখে হতবাক খোদ করিনাও।
রবিবার দুপুরে মা কারিনার হাত ধরে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে পৌঁছেছিলেন তৈমুর ও জেহ। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তো তুললেন কারিনা, তৈমুর, জেহ। কিন্তু জেহর কাণ্ড দেখুন, মেসির দিকে অপলক তাকিয়ে থাকলেন।

এমনকি, কারিনা যখন মঞ্চ থেকে নামতে যাবেন, তখন জেহ মঞ্চ থেকে নামতে নারাজ। 
 
শেষ পর্যন্ত রীতিমতো জেহের হাত টেনে মঞ্চ থেকে নামিয়ে দিলেন কারিনা। কারিনা জানিয়েছেন, তৈমুরের থেকে বেশি দুষ্টু জেহ। ওকে সামলাতেই প্রাণ নাজেহাল পুরো নবাব বাড়ির। করিনা, তৈমুর ও জেহের এই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!