• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

মেসির সঙ্গে ছবি তুলতে হুড়াহুড়ি, তারকাদের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৪৮ পিএম
মেসির সঙ্গে ছবি তুলতে হুড়াহুড়ি, তারকাদের আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা

দুই দিন আগে ভারত সফরে আসেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ‘গোট’ সফরের সূচনা হয় কলকাতা থেকে। তবে সফরের প্রথম দিনেই তৈরি হয় চরম বিশৃঙ্খলা। মাঠে উপস্থিত নেতা-মন্ত্রী, তারকা ও সাধারণ দর্শক—সবার মধ্যেই মেসির সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায়।

এই হুড়াহুড়ির জেরে বহু সাধারণ দর্শক বঞ্চিত হন। পরিস্থিতি সামাল দিতে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। এই ঘটনাই পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

কলকাতায় শুভশ্রী গাঙ্গুলির মেসির সঙ্গে তোলা ছবি ঘিরে শুরু হয় ট্রল।

বিষয়টি এতটাই গড়ায় যে, স্ত্রীর বিরুদ্ধে কটাক্ষের প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হন পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী।

তবে শুধু কলকাতাতেই নয়, একই কাণ্ড দেখা গেছে মুম্বাইয়েও। সেখানেও একাধিক বলিউড তারকাকে সন্তানদের নিয়ে মেসির সঙ্গে ছবি তুলতে দেখা যায়। শিল্পা শেঠি, কারিনা কাপুর, শাহিদ কাপুর, অজয় দেবগন—সবাই সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন ফুটবল তারকার এক ঝলক পেতে।

মুম্বাইয়ে মেসি ছিলেন তাজ হোটেলে। কারিনা কাপুর দুই পুত্রকে নিয়ে মাত্র কয়েক সেকেন্ডের সাক্ষাতে ছবি তুলে ফিরে যান। শিল্পা শেঠি মাঠে হাজির হন ছেলে ভিয়ান কুন্দ্রার সঙ্গে। শাহিদ কাপুর দুই সন্তানকে নিয়ে ছবি তোলেন মেসির সঙ্গে। অজয় দেবগনও ছেলে যুগকে সঙ্গে নিয়ে উপস্থিত হন।

এই ছবিগুলো প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযো গমাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। প্রশংসার চেয়ে ট্রলের পরিমাণই বেশি। অনেকেই প্রশ্ন তুলছেন—তারকাদের জন্য বিশেষ সুবিধা থাকলেও সাধারণ দর্শকদের কেন বঞ্চিত হতে হলো?

এদিকে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তারকা হরভজন সিং স্ত্রী গীতা বসরা ও দুই সন্তানকে নিয়ে মেসির সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি আয়োজক শতদ্রু দত্তকে ধন্যবাদ জানান এবং অনুষ্ঠানটি নিরাপদভাবে সম্পন্ন করার জন্য মুম্বাই পুলিশকেও কৃতজ্ঞতা জানান।

সব মিলিয়ে, ভারতের মেসি সফর স্মরণীয় হলেও তারকাদের ছবি তোলার হিড়িক ও বিশৃঙ্খলা নিয়ে বিতর্ক যেন আরও জোরালো হলো।

Link copied!