পাকিস্তানে বেড়াতে গিয়ে করোনায় আটকে পড়েছিলেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। কয়েক মাস সেখানে অবস্থানের পর রোববার সন্ধ্যায় দেশে ফিরেছেন তিনি। তবে দেশে ফিরেই বিমানবন্দরে বিব্রতকর এক পরিস্থিতির মুখে পড়েন এ অভিনেত্রী।
জানা গেছে, ভ্যাকসিনেটেড কার্ড হারিয়ে ফেলেছিলেন শবনম। তবে বিমানবন্দরের কর্মকর্তাদের আন্তরিকায় ভোগান্তি পোহাতে হয়নি। এ বিষয়ে শবনমের ভাষ্য, “দুবাই এয়ারপোর্টে চেকিংয়ের সময় কখন যে ভ্যাকসিনেটেড কার্ড হারিয়ে গেছে সেটা লক্ষ করিনি। ঢাকায় আসার পর যখন এয়ারপোর্টে কাগজ দেখতে চাইল তখন ব্যাগে হাত দিয়ে দেখি কাগজ নেই। এতে বিব্রত ছিলাম। তবে উপস্থিত বিমানবন্দর কর্মকর্তারা চিনতে পেরে তাৎক্ষণিক বিষয়টির সম্মানজনক সমাধান করে বিমানবন্দর ত্যাগের ব্যবস্থা করে দেন। তাদের আন্তরিকতায় আমি কৃতজ্ঞ।”
অতীত কর্মস্থল পাকিস্তান সফরের প্রসঙ্গে শবনম বলেন, “সত্যি বলতে এবার কোভিডের কারণে খুব বেশি মুভ করতে পারিনি। বিজ্ঞাপন, কিছু সাক্ষাৎকার করার কথা ছিল, করোনার নিষেধাজ্ঞা নেমে এলে এসবের কিছুই করা হয়নি। পুরো সময়টা আমার এক ভক্তের বাড়িতে থেকেছি। এর মাঝে নাদিম বেগ ও জেবা আলীর সঙ্গে একাধিকবার দেখা হয়েছে।”
গত বছরের ডিসেম্বর মাসে অতীতের কর্মস্থল পাকিস্তান সফরে যান শবনম। পরে কোভিডের কারণে ঢাকায় ফিরতে তাঁর বিলম্ব হয়। সেখানে এক ভক্তের বাসাতেই ছিলেন তিনি।