• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বশেমুরবিপ্রবি কোষাধ্যাক্ষকে অবাঞ্ছিত ঘোষণা


বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: মে ২৯, ২০২৩, ০৫:৪৬ পিএম
বশেমুরবিপ্রবি কোষাধ্যাক্ষকে অবাঞ্ছিত ঘোষণা

শিক্ষকদের গালিগালাজ করে মাফ না চাওয়ায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোবারক হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষক সমিতি।

সোমাবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন সংলগ্ন এক মানববন্ধনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক সমিতির ডাকা এই মানববন্ধনে সভাপতি ড. সালেহ আহমেদের নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সভাপতি ড. সালেহ আহমেদ বলেন, “কোষাধ্যক্ষ একজন সম্মানিত মানুষ। কিন্তু দীর্ঘদিন তিনি গোপালগঞ্জ ও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নানা কটূক্তি করে আসছেন। তাকে বারবার এসব বিষয়ে বিরত থাকতে বলা হলেও তিনি তা শোনেননি। বিষয়টি চরম পর্যায়ে পৌঁছানোর কারণে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এর আগে বুধবার (২৪ মে) উপাচার্য দপ্তরে আপগ্রেডেশন ও ডিউডেট প্রাপ্যতার বিষয়ে জটিলতা নিরসনকল্পে গঠিত কমিটির একটি সভায় উপস্থিত সকলের সামনে তিনি গালিগালাজ করেন।

Link copied!