• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি গুচ্ছের প্রথম ধাপের ভর্তি শেষ হচ্ছে আজ


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০২:৪৫ পিএম
কৃষি গুচ্ছের প্রথম ধাপের ভর্তি শেষ হচ্ছে আজ

দেশের গুচ্ছভুক্ত ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ রোববার (৩ সেপ্টেম্বর) শেষ হচ্ছে। শূন্য আসনের জন্য (যদি থাকে) অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি বা বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

বিষয়টি গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে জানানো হয়েছে। গত ২৭ আগস্ট এ প্রক্রিয়া শুরু হয়। এর আগে ২৫ আগস্ট কৃষি গুচ্ছের ওয়েবসাইটে প্রথম বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ করা হয়েছিল।

জানা গেছে, ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। মনোনীত শিক্ষার্থীরা পরে সশরীরে নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করবে। যদি কেউ ভর্তি নিশ্চায়ন না করে তবে পরে অটোমাইগ্রেশনের ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি নেওয়া হবে।

কেন্দ্রীয় ভর্তি কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি প্রার্থিতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে অনলাইন ফরমের নির্ধারিত স্থানের প্রদত্ত নির্দেশনা মোতাবেক মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি এর প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে ওই আসন শূন্য গণনা করে অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। শূন্য আসনের জন্য (যদি থাকে) প্রথম অটো মাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। প্রার্থী চাইলে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবে। তবে একবার অটো মাইগ্রেশন বন্ধ করলে তা পুনরায় চালু করা যাবে না।

প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য (যদি থাকে) অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি/বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ৮ সেপ্টেম্বরে প্রকাশ করা হবে।

কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী; চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট; খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ।

Link copied!