• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

ঢাবির ১০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে জাপানের সুমিতমো কর্পোরেশন


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ১০:৩৫ এএম
ঢাবির ১০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে জাপানের সুমিতমো কর্পোরেশন
ঢাবির ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিবে জাপানের সুমিতমো কর্পোরেশন। ছবি: প্রতিনিধি

জাপানের সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লিঃ কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বৃত্তির জন্য ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত নিয়মিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে। ২০২০ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এসএসসিতে ৪.৮০ এবং এইচএসসিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে।

আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৮ (ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ আগামী ১৫ জানুয়ারি ২০২৪ তারিখের মধ্যে প্রশাসনিক ভবনের শিক্ষা-৫ শাখায় (কক্ষ নং-২০৮/ক) জমা দিতে হবে।

বৃত্তি প্রদানের ক্ষেত্রে সদাচরণ, পড়াশোনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য হিসেবে গণ্য হবে।

Link copied!