• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির সুফিয়া কামাল হল


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৪:৫৯ পিএম
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির সুফিয়া কামাল হল

ইতিহাসে প্রথম নারী বিতর্ক দল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হল ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২২’ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন বিতর্ক দলের সদস্যরা।

দলের বিতর্কিতরা হলেন ঈশিতা সুর আপন, এলমাতুন সুচিতা মিম ও মাহফুজা মাহবুব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তৌহিদা রশীদ এবং বিতর্ক ক্লাবের মডারেটর শেখ জিনাত শারমিন। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!