• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

শাবিতে বহিষ্কারসহ ৩০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৭:২৭ পিএম
শাবিতে বহিষ্কারসহ ৩০ জনের বিভিন্ন মেয়াদে শাস্তি

র‌্যাগিং, যৌন হয়রানি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান এ বিষয় নিশ্চিত করেন।

মো. ফজলুর বলেন, “বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ২২৭তম সিন্ডিকেট সভায় র‌্যাগিংয়ের অভিযোগে ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সকল হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অপরদিকে, একই সভায় যৌন হয়রানির অভিযোগে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ সেশনের তাসফিকুল হক নামের এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং শৃঙ্খলা ভঙ্গের দায় ও একাধিক অপরাধের অভিযোগে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী জীবন চন্দ্র সেনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অসুদায় অবলম্বন করায় বিভিন্ন বিভাগের ১২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!