• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ০২:৪১ পিএম
জগন্নাথ হলে চলছে সরস্বতী পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি

মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথির বাকি আর মাত্র কয়েকটা দিন। আর এ সময়ই স্মরণ করে দেয় বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর কথা। সাদা রাজহাঁসে চেপে মর্ত্যে আসেন দেবী সরস্বতী। আর দেবীকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে চলছে প্রতিমা নির্মাণসহ সাজ-সজ্জার কাজ।

গেল দুবছর করোনা অতিমারির কারণে ঐতিহ্যবাহী রীতিতে অনুষ্ঠিত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পূজা। স্বল্প পরিসরে অনুষ্ঠিত হলেও এবার সেই পুরোনো আমেজে অনুষ্ঠিত হবে দেবী বন্দনা।

সরেজমিনে জগন্নাথ হলে দেখা যায়, সারি সারি করে রাখা সরস্বতী প্রতিমা। কেউ গায়ে হালকা টুক-টাক মাটি লাগাচ্ছেন, কেউবা প্রতিমার গায়ে মাটি কেটে সাজসজ্জা করছেন। কেউ বা বাঁশ মাটি দিয়ে তৈরি করছেন বীণা।

প্রতিমা কারিগরদের প্রধান পঞ্চানন পাল বলেন, “বাঁশ কাঁদা মাটি দিয়ে দেবীর বীণা তৈরি করছি। আর কদিন পরই তো পূজা। দিন-রাত এক করে প্রতিমা তৈরিতে সময় পার হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিতই আসছেন তাদের অর্ডারকৃত প্রতিমা দেখতে, তাই সবসময়ই কাজে লেগে থাকতে হচ্ছে।”

আরেক কারিগর মানিক পাল জানান, এ বছর ছোট-বড় মিলিয়ে প্রায় ৫০টি প্রতিমা তারা তৈরি করেছেন। ১০টি বাইরের জন্য। বাকি ৪০টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের জন্য তৈরি করা হয়েছে। যেখানে সর্বনিম্ন ২ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত নানা আকৃতির প্রতিমা রয়েছে।

এবারের পূজায় মোট ৭৩টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। জগন্নাথ হলের উপাসনালয়ে প্রধান পূজা হবে। পাশাপাশি হলের পুকুরে প্রতিবারের মতো চারুকলা অনুষদের শিক্ষার্থীদের তৈরি প্রতিমা থাকবে। আর হলের মাঠজুড়ে ৭১টি বিভাগ নির্মাণ করবে মণ্ডপ।

হিন্দু ঐতিহ্যগত পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। সেই দিক বিবেচনায় আগামী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) হতে যাচ্ছে এবছরের সরস্বতী পূজা।

Link copied!