• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে ভর্তি হওয়ার সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪, ০৬:৪৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে ভর্তি হওয়ার সুযোগ
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে মাস্টার অব প্রফেশনাল ফাইন্যান্স (এমপিএফ) প্রোগ্রামে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিভাগে ১৪তম ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে । আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের যোগ্যতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে মাস্টার অব প্রফেশনাল ফাইন্যান্স (এমপিএফ) প্রোগ্রামে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানে সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ২ দশমিক ৫ থাকতে হবে। পাবলিক পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করতে পারবেন না। থাকতে হবে এক বছরের চাকরির অভিজ্ঞতা।

লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে গণিত ও ইংরেজি বিষয়ের ওপর।

আবেদন ফি: আবেদনকারী প্রার্থীদের বিকাশের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৪

ভর্তি পরীক্ষা: ২৪ মে ২০২৪ (শুক্রবার) বেলা ৩টায় (লিখিত) এবং বিকেল ৪টা ৩০ মিনিটে ভাইভা।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। 

Link copied!