• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইবিতে সিআরসির নবীনবরণ ও কর্মশালা


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৪, ০২:৪৭ পিএম
ইবিতে সিআরসির নবীনবরণ ও কর্মশালা

স্বেচ্ছাসেবী সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নবীনবরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রবীন্দ্র-নজরুল কলাভবনের গগন হরকরা গ্যালারিতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সিআরসির সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শাহীদ কাওসার, সহসভাপতি হাসিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উম্মে হাবিবা হেপি, বর্তমান সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ অন্যান্য সদস্য, সুবিধাবঞ্চিত শিশু ও অভিভাবকরা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ খুলনা বিভাগের সভাপতি সানজিদ আহমেদ সজিব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম সিদ্দিকী বলেন, “যারা চ্যারিটিসহ অন্যন্য সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাও তাদের কিছু মানবিক গুণাবলি থাকতে হবে। সবচেয়ে বড় মানবিক গুনাবলি হলো তাকে অবশ্যেই আমানতদারী হতে হবে। তাকে সত্যের পূজারি ও ধৈর্যশীল হতে হবে, মিথ্যা দিয়ে চ্যারিটি কাজ হবে না। দেশ ও জাতির কল্যাণে কাজ করতে গেলে অনেক বিপদ-আপদের সম্মুখীন হতে হবে, সেগুলো ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল, সময়ানুবর্তিতা ও কর্তব্যপরায়ণ মানুষ হতে হবে। চ্যারিটি কাজের ঝামেলা ও বিপত্তি বেশি। যারা এই কাজে আসবে তাদের সাহসী হতে হবে।”

উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগানকে সামনে রেখে ২০১৬ সালে সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়। তখন থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে সংগঠনটি। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সংগঠনটির পরিচালিত একটি স্কুল রয়েছে।

Link copied!