• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

ইবি উপাচার্যের সঙ্গে ফটোগ্রাফিক সোসাইটির সৌজন্য সাক্ষাৎ


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ০৮:৪৮ পিএম
ইবি উপাচার্যের সঙ্গে ফটোগ্রাফিক সোসাইটির সৌজন্য সাক্ষাৎ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইবি ফটোগ্রাফিক সোসাইটি।

শনিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটির সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজুজ জামান গালিব উপাচার্যকে গাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে উপাচার্যের সামনে ইবি ফটোগ্রাফিক সোসাইটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির নেতৃবৃন্দ। পাশাপাশি সংগঠনটি ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম পরিচালনা করবেন, সেসব বিষয়েও আলোকপাত করা হয়।

এসময় সংগঠনটির সভাপতি সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজুজ জামান গালিবের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ইবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সালাউদ্দিন বলেন, “ইসলামিক ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে উপাচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছি। আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উপাচার্যের নিকট জানিয়েছি। তিনি আমাদের পরিকল্পনা পছন্দ করেছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। আমরা ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র দ্বারা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে উন্মোচন করতে চাই।”

Link copied!