• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

বর্তমান ক্যাম্পাস নিয়ে বিনিময় চুক্তি বাতিল চায় জবি ছাত্রদল


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৬:৩১ পিএম
বর্তমান ক্যাম্পাস নিয়ে বিনিময় চুক্তি বাতিল চায় জবি ছাত্রদল
বক্তব্য রাখছেন আসাদুজ্জামান আসলাম। ছবি : প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস নিয়ে কোনো বিনিময় চুক্তি থাকলে তা বাতিল করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রোববার (৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমন্বয়ের জন্য গঠিত কমিটির মতবিনিময় সভায় এ দাবি করেন শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম।

আসাদুজ্জামান আসলাম বলেন, “১৬ বছর ধরে যাদের দ্বারা শিক্ষার্থীরা হয়রানি ও হামলার শিকার হয়েছে, তাদের দ্রুত বিচার করতে হবে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, এমন প্রমাণিত হলে জড়িতদের সনদ বাতিলেরও দাবি করছি।”

জবি ছাত্রদল সভাপতি বলেন, “জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আর্থিক ফান্ড কালেকশন, ই-লাইব্রেরি আধুনিকায়ন ব্যবস্থা করাসহ শহীদ ও আহতদের জন্য সম্মাননা স্মারক দেওয়ার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে মিলে-মিশে কাজ করতে চাই।”

আসাদুজ্জামান আসলাম আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ খুবই কম। এই বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে। এ ছাড়া ছাত্রী হলে সিট বরাদ্দের ক্ষেত্রে দূরত্ব, আর্থিক অবস্থা ও মেধার মূল্যায়ন করতে হবে।”

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ফ্রন্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Link copied!