• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

দুর্ঘটনার কবলে জাবির বাস


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩, ০৮:৫৮ পিএম
দুর্ঘটনার কবলে জাবির বাস

ঢাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ১২ জন শিক্ষার্থী আহত হন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত সুমন বলেন, “বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। আমাদের বাসটি হেমায়েতপুর পার হয়ে ফুলবাড়িয়ায় পৌঁছালে সামনে থাকা একটা ট্রাক হঠাৎ কোনো সিগনাল ছাড়াই ইউটার্ন নেয়। আমাদের বাসের চালকও তৎক্ষণাৎ ব্রেক ধরেন। এতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা লাগে। এসময় বাসের সামনের গ্লাস ফেটে যায় এবং আমরা কম-বেশি বাসের সবাই আহত হই।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের অতিরিক্ত শিক্ষক মো. ইনামুল হক বলেন, “আমাদের ড্রাইভার ফোন করে বিষয়টি জানিয়েছেন। বৃষ্টির কারণে এমনটি ঘটেছে। বাসের সামনের গ্লাস ফেটে গেছে। তবে গুরুতর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

Link copied!