শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটছে বলে জানান প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।
জানা যায়, আরিফ মিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবস্থিত মাদানী কমপ্লেক্সের পেছনের ভবনের পঞ্চম তলায় থাকতেন। সেখানে ভোর ৪টার দিকে আত্মহত্যা করেন তিনি। আরিফ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, “কী কারণে সে আত্মহত্যা করেছে, এখনো জানা যায়নি। তবে বিভাগের শিক্ষকদের কাছে শুনেছি তার একটু মানসিক সমস্যা ছিল। এর আগেও একবার এমন ঘটনা করতে চেয়েছিল। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, তারা রওনা দিয়েছে। তাকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”