স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।
মিছিলে নেতাকর্মীরা এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকাতলে, এসো নবীন ভয় নাই, ছাত্রলীগে সন্ত্রাস নাইসহ নানা স্লোগানে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
মিছিলে ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম খান, বনি আমিন, মামুনুর রশীদ, নাইমুর রহমান জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা লিংকন ও হোসাইন মজুমদারসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত এক সভায় ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, “ছাত্রলীগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশে অরাজকতা সৃষ্টিকারীরা যেন ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের হয়রানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে আমরা সেদিকে লক্ষ্য রাখবো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পাশে থাকতে শাখা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি।”