• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি, বিদেশি শিক্ষার্থীরা পাবে মাসে ১২০০ ইউরো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩, ০৪:১৩ পিএম
ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি, বিদেশি শিক্ষার্থীরা পাবে মাসে ১২০০ ইউরো
ছবি: সংগৃহীত

জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তির ঘোষণা দিয়েছে। এই ফাউন্ডেশন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট/ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে শতভাগ বৃত্তি প্রদান করে। বিদেশি শিক্ষার্থীরা ১৯৭১ সাল থেকে পেয়ে আসছেন ইউরোপের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি। আবেদন করতে পারবেন যে কেউ।

আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় দক্ষ হতে হবে;
সব বিষয়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত–পরবর্তী প্রজাতন্ত্রগুলোর এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে;
অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যেই আসতে হবে।

সুযোগ-সুবিধা
বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো দেওয়া হবে;
টিউশন ফি দিতে হবে না;
ফাউন্ডেশন থেকে স্বাস্থ্যবিমা মিলবে;
জার্মানিতে বিনা অর্থে অধ্যয়ন ও জার্মান সংস্কৃতি বিকাশে গবেষণা করার সুযোগ
বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ থাকবে;

আবেদন পদ্ধতি
ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির আবেদন অনলাইনে করতে হবে;
আবেদন অবশ্যই জার্মান ভাষায় করতে হবে;
আবেদন করার পর সেখান থেকে সাড়া দেওয়ার আগেই সব কাগজপত্র একসাথে করতে হবে;
নির্বাচক কমিটি ভর্তি ও বৃত্তির চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

প্রতিবছর ১৫ জন বিদেশি শিক্ষার্থীকে ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির জন্য মনোনীত করা হয়।

বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন। 

Link copied!