• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

তারকা খেলোয়াড়দের ‘ব্লু ব্যাজ’ দেওয়ার আশ্বাস ইবি ভিসির


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪, ০৮:৪৫ পিএম
তারকা খেলোয়াড়দের ‘ব্লু ব্যাজ’ দেওয়ার আশ্বাস ইবি ভিসির
বক্তব্য রাখছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ছবি : প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, “বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াক্ষেত্র আরও সম্প্রসারণ হবে, আরও আধুনিক মানে উন্নীত করা হবে ক্রীড়ার প্রতিটি ক্ষেত্র। এখান থেকেই আন্তর্জাতিক মানের খেলোয়াড়-ক্রীড়াবিদ তৈরি হবে একদিন। তারকা খেলোয়াড়দের ‘ব্লু ব্যাজ’ দেওয়া হয়, তা চালু করার চেষ্টা করব।”

রোববার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা ও শিক্ষা বিভাগের আয়োজনে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২০২৪ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ক্রীড়াক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য রয়েছে। এখানকার খেলোয়াড়দের অর্জনের ইতিহাস অত্যন্ত মজবুত। তারা দেশে-বিদেশে তাদের প্রতিভার স্বাক্ষর যেমন রেখে চলেছে, তেমনি তাদের অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আলোকিত হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই সেক্টরের সঙ্গে জড়িত সবাইকে আরও গতিশীল নেতৃত্ব প্রদান করে যেতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সহযোগিতা করে যাব।”

আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা ২০২৩-২০২৪-এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে অধ্যাপক ড. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ প্রমুখ।

Link copied!