পরিবর্তন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১০:১০ এএম
পরিবর্তন আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায় 
ছবি : সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আসছে। আবেদন, নম্বর বণ্টনে ভিন্নতাসহ কিছু ক্ষেত্রে পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত এসেছে রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায়। শিগগিরই আরেকটি সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সভাপতিত্ব করেন। এবার মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা একসঙ্গে হওয়ায় আবেদনের ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। সভায় উপস্থিত স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদনের সময় তিনটি অপশন থাকবে। একটি হলো শুধু মেডিকেল। আরেকটি অপশন থাকবে মেডিকেল+ডেন্টাল; আর শেষ অপশন হিসেবে থাকবে শুধু ডেন্টাল। যে যেটাতে ভর্তি হতে চায়, সে সেভাবে আবেদন করবে। 

এটা অনেকটা বিসিএসে আবেদনের মতো। বিসিএসে কেউ চাইলে বোথ ক্যাডার দিতে পারেন। আবার শুধু শিক্ষা ক্যাডার অথবা টেকনিক্যাল ক্যাডার দেওয়ার অপশনও রয়েছে। কোনো শিক্ষার্থী শুধু মেডিকেল অপশন দিলে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ আসবে। কেউ যদি শুধু ডেন্টাল দেয়, তাহলে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট মিলিয়ে ৯টি প্রতিষ্ঠানের নাম দেখাবে। 

আর কেউ যদি মেডিকেল+ডেন্টাল অপশন ক্লিক করে, তাহলে তার সামনে ৪৬টি প্রতিষ্ঠান আসবে। এখানে তিনি তার পছন্দক্রম দেবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মানহীন এবং সক্ষমতা নেই এমন বেশ কয়েকটি মেডিকেল কলেজের আসন কমানো হচ্ছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি মেডিকেলে ৪০৮টি এবং বেসরকারি মেডিকেলে ৪০৮টি আসন কমানো হয়েছে। সব মিলিয়ে ৮১৬টি আসন কমছে। এ সংখ্যা আরও কমতে কিংবা বাড়তে পারে।

এ কর্মকর্তা আরও বলেন, ভর্তি পরীক্ষায় জিপিএ নম্বর কমানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি মিলিয়ে একজন শিক্ষার্থীকে জিপিএ-৮.৫ পেতে হবে। তবে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে জিপিএ-৪ করে পেতে হবে। এ ছাড়া জীববিজ্ঞানে পেতে হবে জিপিএ-৩.৫।

সভা সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ মেডিকেল ভর্তি পরীক্ষায় নম্বর বন্টনে পদার্থবিজ্ঞানে ৫ নম্বর কমানো হচ্ছে। এ নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত হতে পারে। সে হিসেবে পদার্থ ২০, সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে ১৫ নম্বর করা হবে। সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, এবার যারা জিপিএ-৪ পেয়েছে, তারা বিগত সময়ের জিপিএ-৪.৫ এর চেয়ে ভালো বলেই বিবেচিত হচ্ছেন। যারা জিপিএ-৪.৫ পেয়েছেন, তারা বিগত সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের তুলনায় ভালো।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। এজন্য গত শিক্ষাবর্ষে মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়। এর মধ্যে এমসিকিউতে ১০০ এবং জিপিএর ওপর ছিল ৫০ নম্বর। তবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জিপিএ নম্বর পূর্বের ন্যায় ১০০ করা হতে পারে।

এ কর্মকর্তা বলেন, এবার একজন শিক্ষার্থী এসএসসিতে যে জিপিএ পেয়েছেন, সেটিকে ৮ দিয়ে গুণ করা হবে। আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএকে ১২ দিয়ে গুণ করা হবে। গত শিক্ষাবর্ষে এসএসসির জিপিএ ৪ গুণ এবং এইচএসসির জিপিএ ৬ দিয়ে গুণ করে নম্বর দেওয়া হয়েছিল।

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা আগের মতো ২০০ নম্বরে নেওয়া হবে। এক্ষেত্রে এমসিকিউ পরীক্ষা হবে ১০০ নম্বরের ভিত্তিতে। আর এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর থাকবে ১০০ নম্বর।

Link copied!