• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২,

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ক্লাস চলবে কত দিন, জানা গেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১২:০৮ পিএম
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার ক্লাস চলবে কত দিন, জানা গেল
দেলোয়ার হোসেন আজিজী

টানা আট দিনের আন্দোলনে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহের শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, ২০ নভেম্বর থেকে স্কুল-মাদ্রাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে আমরা মাত্র ৪টি শনিবার পাব। তাই সবাইকে ৪ শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানান তিনি। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে এক লাইভে তিনি এ মন্তব্য করেন তিনি।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের  আন্দোলনে এ দেশের জনগণ আমাদের সঙ্গে ছিলেন। তাদের ঋণ পরিশোধ করতে, তাদের সন্তানদের পাশে থাকা আমাদের দায়িত্ব ও কর্তব্য। 

শনিবার ক্লাস খোলা রাখার বিষয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে শনিবার খোলা রাখলে, পরে খোলা রাখতে হবে নাকি। এটা নিয়ে কোনো আশঙ্কা নেই, কারণ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দেয়নি, আমরাই বিবেকের তাড়নায় শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

শিক্ষকদের অভয় দিয়ে আজিজী বলেন, আমাদের সিদ্ধান্তের পর সরকার এমন কোনো সিদ্ধান্ত নিলে আমরা ৬ লাখ শিক্ষক-কর্মচারী নিয়ে মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের মাঝে যে ঐক্য তৈরি হয়েছে, সরকার আমাদের পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই ঐক্যকে কাজে লাগিয়ে শিক্ষকদের সকল অধিকার আদায় করবেন বলে জানান তিনি। 

তিনি বলেন, আগামী সপ্তাহের শনিবার থেকে আপনারা অবশ্যই অবশ্যই  শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন। আমাদের দাবির প্রতিই যে আমরা অনড়, বিষয়টা এমন নয়, শিক্ষার্থীদের প্রতিও যে আমাদের ভালোবাসা রয়েছে তা সবাইকে বুঝাতে চাই। আজ আপনারা ত্যাগ স্বীকার না করেনম, আগামী দিনে আন্দোলনে গেলে জাতি আমাদের পাশে দাঁড়াবে না।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!