• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

ঢাবি অধিভুক্ত সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিল চূড়ান্ত


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৩, ০৮:৫১ এএম
ঢাবি অধিভুক্ত সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিল চূড়ান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, অধিভুক্ত সরকারি সাত কলেজে অনুষ্ঠিত অনার্স দ্বিতীয় বর্ষ ২০২১ এবং অনার্স তৃতীয় বর্ষ ২০২১ পরীক্ষায় অংশ নিয়ে যে শিক্ষার্থীরা সিজিপিএ ২.০০ পেয়েছেন, তাদের যথাক্রমে তৃতীয় ও চতুর্থ বর্ষে উন্নীত করা হয়েছে।

অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

উল্লেখ্য, অধিভুক্ত সাত কলেজে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পেতে সিজিপিএ ২ প্রয়োজন, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে প্রমোশন পেতে সিজিপিএ ২.২৫ এবং তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে ২.৫ প্রয়োজন। তা না হলে আবারও আগের বর্ষে থাকতে হয়। এ ছাড়া বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদভেদে প্রমোশন পেতে রয়েছে পৃথক পৃথক সিজিপিএ। 

Link copied!