• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬

যুক্তরাষ্ট্র যাচ্ছেন নটর ডেমের ৬৬ শিক্ষক-শিক্ষার্থী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৯:৪১ এএম
যুক্তরাষ্ট্র যাচ্ছেন নটর ডেমের ৬৬ শিক্ষক-শিক্ষার্থী
ছবি : সংগৃহীত

শিক্ষাসফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটর ডেম কলেজের একদল শিক্ষক ও শিক্ষার্থী। সফরে অংশ নিচ্ছেন কলেজের অধ্যক্ষ, ৫ জন শিক্ষক এবং ৬১ জন শিক্ষার্থী। সব মিলিয়ে সফরের সদস্য সংখ্যা ৬৬। কলেজটির ইংরেজি বিভাগের শিক্ষক আসিফ তার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার (২ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তারা।

সফরকালে শিক্ষক-শিক্ষার্থীদের দলটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, বাফেলো ও নিউইয়র্ক শহরের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তিকেন্দ্র ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করবেন। সফরের অংশ হিসেবে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রযুক্তি ও সংস্কৃতিবিষয়ক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা।


কলেজটির সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মানের এই শিক্ষাসফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই সফর শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান অর্জনের আগ্রহ বাড়াবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!