• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

ইউজিসির গবেষণা অনুদান পেলেন নোবিপ্রবির ১০ শিক্ষক


নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৩:২১ পিএম
ইউজিসির গবেষণা অনুদান পেলেন নোবিপ্রবির ১০ শিক্ষক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের অধীনে ২০২২-২৩ অর্থবছরে অনুদানের জন্য নির্বাচিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১০ জন শিক্ষকের ১০টি গবেষণা প্রকল্প।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ইউজিসির ওয়েবসাইট হতে এ বিষয়ে জানা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, জীববিজ্ঞান ও বিজনেস এডমিনিস্ট্রেশন এই ৪টি উপখাতে প্রকল্পগুলো নির্বাচিত হয়েছে।

গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ফিমস বিভাগের ২ জন, বিবিএ বিভাগের ১ জন, বিজিই বিভাগের ১ জন, সিএসটিই বিভাগের ২ জন, আই আইটির ২ জন, অণুজীববিজ্ঞান বিভাগের ১ জন এবং এফটিএনএস বিভাগের ১ জন রয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপখাতে অনুদানের জন্য নির্বাচিত মোট ১০টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ৪টি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর পরিচালকরা হলেন-  সিএসটিই বিভাগের অধ্যাপক ড. আসাদুন নবী ও সহকারী অধ্যাপক এ আর এম মাহমুদুল হাসান রানা, আই আইটির সহকারী অধ্যাপক অহিদুর রহমান ও সহকারী অধ্যাপক দীপক চন্দ্র দাশ।

বিজনেস এডমিনিস্ট্রেশন উপশাখায় নির্বাচিত মোট ২০টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ১টি গবেষণা প্রকল্প রয়েছে। প্রকল্পের পরিচালক হলেন বিবিএ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এস এম মাহবুবুর রহমান। জীববিজ্ঞান উপখাতে  অনুদানের জন্য নির্বাচিত মোট ৩২টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ১টি গবেষণা প্রকল্প নির্বাচিত হয়েছে। এই প্রকল্পের পরিচালক হলেন অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড.অতুন সাহা।

কৃষিবিজ্ঞান উপখাতে অনুদানের জন্য নির্বাচিত মোট ১০৪টি প্রকল্পের মধ্যে নোবিপ্রবির ৪টি গবেষণা প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর পরিচালকরা হলেন- ফিমস বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার ও অধ্যাপক ড. আনিসুজ্জামান, এফটিএনএস বিভাগের সহকারী অধ্যাপক ড. মারজিয়া সুলতানা, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. শিপন দাশ গুপ্ত।

Link copied!