• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

হলে সিট না পেয়ে ৫ রুমে তালা


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৬:৫৫ পিএম
হলে সিট না পেয়ে ৫ রুমে তালা

বারবার প্রতিশ্রুতি পেয়েও হলে উঠতে না পারায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের রুমে তালা দিয়েছেন সাইদ বিন নামের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী।  

মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১২ টার দিকে হলের ২য় ব্লকের ২য় তলার ৫ টি রুমে তালা লাগিয়ে দেয়ার এ ঘটনা ঘটে। সাইদ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক একরাম-উল-ইসলামের সন্তান।

এ ঘটনার দায় স্বীকার করে সাইদ বিন একরাম বলেন, “বিভিন্ন সময়ে কক্ষে উঠার জন্য হল প্রশাসন ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েও তাকে রুমে ওঠানো হয়নি । এটা শুধু আমার একার বিষয় না। প্রকৃতপক্ষে যাদের সিট দরকার তারাও হলে উঠতে পারছে না। তাই প্রতিবাদ জানাতে রুমগুলোতে তালা দিয়েছি।”

এছাড়া হল সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলাবার) বেলা ১২ টার দিকে হলের ২য় ব্লকের দ্বিতীয় তলায় ২১৯ থেকে ২২৩ নম্বর পর্যন্ত মোট ৫টি কক্ষে তালা লাগিয়ে দেয়া হয়। পরে হল প্রশাসনের কর্মচারীরা তালা গুলো ভেঙে দিয়েছে। ৫টি রুমের মধ্যে এসময় ৩-৪ জন শিক্ষার্থী আটকা ছিলেন। এদের মধ্যে একজন ভর্তি হতে আসা শিক্ষার্থীও ছিলেন। 

এদিকে ঘটনার প্রতিবাদে আজ বিকেল ৩ টার দিকে হলের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী, হল প্রভোস্ট ড. সুজন সেন সহ প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করে তালা খুলে দেন।

এ বিষয়ে জিয়া হলের প্রভোস্ট ড. সুজন সেন বলেন, "বেলা ১২ টার দিকে ৪-৫ জন ছাত্র এসে হলের কয়েকটি রুমে তালা লাগিয়ে দিয়েছিল। প্রভোস্ট অফিসের সংস্কার কাজ চলায় সিসিটিভি ক্যামেরা আপাতত বন্ধ রাখা হয়েছে। আমরা তালাগুলো ভেঙে ফেলেছি।"

Link copied!