• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

‘জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ’


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩, ০৩:৫৫ পিএম
‘জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পুলিশ’

জাতীয় নির্বাচনে যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, “জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে যাবতীয় দায়িত্ব পালন করবে।”

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১১টায় রংপুর জেলা পুলিশ লাইনসের মাল্টিপারপাস হলরুম (কল্যাণ ফান্ড) সেডের উদ্বোধন শেষে  আইজিপি এসব কথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, “বঙ্গবাজারসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা এখনো নিশ্চিত নই যে এগুলো জঙ্গি হামলা নাকি অন্য কোনো কারণে হয়েছে।  বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে।”

আইজিপি আরও বলেন, “মঙ্গল শোভাযাত্রা হবে। এ নিয়ে কোনো হুমকি নেই, গুরুতর বিষয় হিসেবে দেখছি না। তারপরও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।”

বাংলাদেশে জঙ্গি দমনে পুলিশের ভূমিকা সব সময় প্রশংসনীয় উল্লেখ করে আবদুল্লাহ আল মামুন বলেন, “আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরও পুলিশ আত্ম তুষ্টিতে নেই। এ ব্যাপারে পুলিশ সব সময় সজাগ রয়েছে।”

আইজিপি বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সব সময় জিরো টলারেন্স। সব বাহিনী মাদক নির্মূলে কাজ করছে। আমরা একটা মাদকমুক্ত সমাজ চাই। এ ক্ষেত্রে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলেমেয়ে কোথায় যাচ্ছে, কখন ঘরে ফিরছে, কার সঙ্গে মিশছে, এই বিষয়গুলো দেখা দরকার।”

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

Link copied!