• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২, ২০২২, ০৮:১৫ পিএম
৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

জয়পুরহাটের কালাই উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২ জুলাই) দুপুরে সাড়ে ৩টার দিকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

নুরুল ইসলাম উপজেলার উদয়পুর ইউনিয়নের টাকাহুট গ্রামের মৃত মন্তেজার রহমানের ছেলে।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে শিশুটি রাস্তা দিয়ে যাওয়ার সময় দাদু বলে ডাক দিয়ে বাড়ি নিয়ে যায় ওই বৃদ্ধ। পরে ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই শিশু কৌশলে সেখান থেকে দৌড়ে বাড়িতে ফিরে তার মাকে ঘটনা জানায়।

পরে ওই শিশুর বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করলে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, এ ঘটনায় শুক্রবার রাতে একটি মামলা দায়ের হয়েছে। এরপর অভিযুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

Link copied!