• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

৫২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৭


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০২:৪৯ পিএম
৫২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ৭

কিশোরগঞ্জের ভৈরবে ৫২ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় একটি প্রাইভেটকার ও মাইক্রোবাস জব্দ করা হয়।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভৈরবের নাটালের মোড় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. ইকবাল মিয়া (২৮) সাদেক মিয়া (৩৮), শিপন মিয়া (২৯), মো. হেলাল মিয়া (৩৮), মো. মাসুম মিয়া (২৬), মো. নুর আমিন (২৪) ও মো. দিদার হোসেন (২৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায়।

র‌্যাব জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!