পটুয়াখালীর গলাচিপায় ৫ কেজি গাঁজাসহ মো. সৈয়দ আহম্মেদ (৫০) ও মোসা. রিপা আক্তার (৩৫) নামের দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল সোয়া ১০টায় গলাচিপা পৌর সভার লঞ্চঘাট এলাকার আলম ভান্ডারির ইট-বালুর দোকান জাপান এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন গাঁজা বিক্রির জন্য অবস্থান করলে গলাচিপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম ও এসআই দিবাকর হাতেনাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বালিয়াহুরা গ্রামের মো. ধনু মিয়ার ছেলে এবং অপরজন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঠারোবাড়ি গ্রামের ইলিয়াস খাঁ’র স্ত্রী।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর. শওকত আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।