• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে আটক ৪


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০৫:১৯ পিএম
প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে আটক ৪

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আটক ডাকাতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের জমির মোল্যার ছেলে আবুল মোল্যা (৪১), ভদ্রকান্দা গ্রামের নূরুদ্দীন খালাসীর ছেলে ছিদ্দীক খালাসী (৪৪), সোনামুখী চর গ্রামের খালেকের ছেলে আরিফ (৩৮) ও কোতয়ালী থানার বোকাইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ইব্রাহিম মিয়া (৩৬)।

ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, গোপন তথ্য পেয়ে সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর তাহেরে ব্রিজসংলগ্ন এলাকা থেকে ওই চার ডাকাত সদস্যকে আটক করা হয়। তারা এলাকাটিতে এক কুয়েতপ্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা করছিল। আটকদের কাছ থেকে ছুরি, স্লাইড রেঞ্জসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Link copied!